• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলকে জেতালেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ নভেম্বর ২০১৮, ১২:২৮

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-উরুগুয়ে। ম্যাচটি নামেই ‘প্রীতি’ ছিল। কারণ দুই দলের ফাউলের সংখ্যা আর হলুদ কার্ডের ছড়াছড়ি দেখলে এমনটাই মনে হয়। উরুগুইয়ানদের প্রধান দুই তারকা লুইস সুয়ারেজ-এডিনসন কাভানি থেকে ব্রাজিলের ডগলাস কস্তা পর্যন্ত দেখেছেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত নেইমারের গোলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতের এই ম্যাচে মোট ফাউলের সংখ্যা ছিল ৩৮টি। তিতের শিষ্যরা ফাউল করেছে ১৫টি আর হলুদ কার্ড দেখেছে দুটি। অন্যদিকে ম্যাচটি জিততে না পারলেও ফাউলের দিক থেকে ব্রাজিল থেকে অনেক ধাপ এগিয়ে ছিল উরুগুয়ে। সব মিলিয়ে ২৩টি ফাউল করে ৬টি হলুদ কার্ড দেখেছে দুইবারের বিশ্বসেরা দলটি।

প্রথমার্ধে কোনো দলই সফলতা পায়নি। তবে একেবারে শেষ দিকে বড় একটি সুযোগ নষ্ট করেন উরুগুয়াইয়ান অধিনায়ক সুয়ারেজ।

ম্যাচের ৭৩তম ব্রাজিলিয়ান তারকা দানিলোকে ডিবক্সের ভেতর ফেলে দেন এসি মিলানের ডিফেন্ডার ডিয়েগো লাজাল্ট। এতে পেনাল্টি পায় সেলেকাওরা। স্পট কিক নেন অধিনায়ক নেইমার। এতে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ৬০তম গোলটি আদায় করেন পিএসজি ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত ১-০তে এগিয়ে থেকেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান শিবির।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
X
Fresh