• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অপেক্ষা বাড়ল তামিমের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৮, ২১:১৬

আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলের চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন আসর থেকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর দুটি টেস্ট সিরিজ দেখতে হয়েছে টিভি সেটে।

জিম্বাবুয়ে সিরিজ মিস করলেও নিজের মতো করে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল। আশা জেগেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই দলে ফেরার।

কিন্তু বিধি বাম! নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান পাঁজরে। নতুন করে ব্যথা পেলে ফিজিওথেরাপিস্ট তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রেখেছিলেন। তাতেও সমস্যার সমাধান হয়নি। আপাতত অনুশীলন করতে পারবেন না তিনি। নেটে ব্যাটিং করতে সময় লাগবে আরও সপ্তাহ খানেক।

আগামীকাল শনিবার ঘোষণা করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল। তামিম যেহেতু ফিট নন তাতে নিশ্চিত, প্রথম টেস্টে নেই দেশ সেরা এই ওপেনার।

তামিমকে নিয়ে দুঃসংবাদ হলেও সুখবর দিচ্ছেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। আশা করা যাচ্ছে চট্টগ্রামে প্রথম টেস্ট দিয়েই ফিরবেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh