• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের খেলা হচ্ছে না টি২০ এক্স লিগে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৫

শিরোনাম দেখে সাকিবের অনাপত্তিপত্র নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। শুধু সাকিব আল হাসানেরই নয়, এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না কারোরই।

বাতিল করা হয়েছে দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা এই টি-টোয়েন্টি এক্স টুর্নামেন্ট। ফ্রেঞ্চাইজি জটিলতায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে না, শুরুর আগে সাড়া জাগানো এই টি-টোয়েন্টি লিগ।

অস্ট্রেলীয় গণমাধ্যম ক্রিকেট ডট কম ডট এ ইউ এর সূত্রমতে, পাঁচটি ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা হলেও এর মধ্যে তিনটি ফ্রাঞ্চাইজিকে কিনতেই আগ্রহ দেখাচ্ছে না কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে খেলার জন্য এরইমধ্যে নাম লিখিয়েছিলেন শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, ডেভিড মিলারদের মতো ক্রিকেটাররা। নাম লিখিয়েছিলেন বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্বকারী সাকিব আল হাসানও।

আরব আমিরাত ‘টি-টোয়েন্টি এক্স’ টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করায় কম কথা শুনতে হয়নি সাকিব আল হাসানকে। শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলতে অনুমতি পেলেও টুর্নামেন্ট কমিটির জটিলতায় যাওয়া হচ্ছে না সাকিবের।

২৪ দিনব্যাপী এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১৯ ডিসেম্বর থেকে।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh