• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৮, ১৭:১৫

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আর দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ দিন গতকাল বৃহস্পতিবার। তখনও দুই দল লড়ছে শেষ টেস্টের শেষ দিনে। এর ভেতর বাংলাদেশে এসে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ

পূর্ণাঙ্গ এই সিরিজে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। দুই ধাপে গতকাল ক্যারিবীয় বহর এসে পৌঁছায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে।

তবে বেশিক্ষণ থাকা হয়নি ঢাকায়। কিছুক্ষণ বিশ্রামে থেকে আবার ফ্লাইট ধরেন বন্দর নগরী চট্টগ্রামের। কেন না, সেখানেই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

তার আগে রয়েছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে ১৩ সদস্যের একটি দল।

এই দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও অধিনায়কত্ব করেছিলেন এই ডান হাতি পেসার।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনের ওই প্রাকটিস ম্যাচ এম এ আজিজ স্টেডিয়ামে।

বিসিবি একাদশ: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মাদ মিথুন ও রিয়াসাত আহমেদ।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh