• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেসি ফিরছেন আর্জেন্টিনা দলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৮, ১৫:০৭

২০১৮ সালটা মোটেও ভালো যায়নি আর্জেন্টাইন সমর্থকদের। এর প্রধান কারণ দুইটি। প্রথমটি রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবি, দ্বিতীয়টি বিশ্বকাপের পর আকাশী-সাদা জার্সিতে আর দেখা যায়নি প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকে।

প্রথম কারণটির সমাধান না হলেও দ্বিতীয়টির সমাধান হচ্ছে খুব শীগ্রই।

২০১৯ সালেই আলসেবেস্তা শিবিরে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টারকে। এমনটাই নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবলের মহাব্যবস্থাপক হোর্হে বুরুচাগা।

নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগেই দলের সাথে যোগ দিবেন মেসি।

বুরুচাগা জানান, এটা অসম্ভব যে মেসি জাতীয় দলের হয়ে খেলবেন না। এটা সাময়িক। আমি নিশ্চিত যে তিনি আগামী বছর আবার জাতীয় দলের হয়ে খেলবেন।

১৪ জুন থেকে সাম্বার দেশ ব্রাজিলে বসবে ৪৬তম কোপা আমেরিকার জমজমাট আসর। ল্যাটিন আমেরিকার ১২ দলের মধ্যে হবে ফুটবলের এই জমজমাট প্রতিযোগিতা।

তাই বলা যায় মেসি ও আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষা খুব দ্রুতই অবসান হচ্ছে। চির প্রতিদ্বন্দ্বীদের দেশেই হয়ত দেখা যাবে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে।

এস/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh