• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের তাইজুলে ধরাশায়ী রাজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৮, ১০:৪৪

আগের দিনে ৩০ ওভার পর্যন্ত ব্যাট করে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ৭৬ রান সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার আরও ২৩ রান যোগ করতেই ফিরে যান গত ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শেন উইলিয়ামস। ৩৩ বলে ১৩ রান করে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলীয় ১২০ রানের মাথায় ফিরেছেন সিকান্দার রাজা। ৩৩ বলে ১২ রান তুলে তাইজুলের কাছে কট অ্যান্ড বোল্ড হলেন রাজা। এই নিয়ে পর পর তিন ইনিংসে তাইজুল ঘূর্ণিতে কাবু হলেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

আগের দিনে ৩০ ওভার পর্যন্ত ব্যাট করে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ৭৬ রান সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার আরও ২৩ রান যোগ করতেই ফিরে যান গত ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শেন উইলিয়ামস। ৩৩ বলে ১৩ রান করে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলীয় ১২০ রানের মাথায় ফিরেছেন সিকান্দার রাজা। ৩৩ বলে ১২ রান তুলে তাইজুলের কাছে কট অ্যান্ড বোল্ড হলেন রাজা। এই নিয়ে পর পর তিন ইনিংসে তাইজুল ঘূর্ণিতে কাবু হলেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করে নাজমুল ইসলাম অপুর বলে বোল্ড হয়েছিলেন রাজা। দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে ফিরেছিলেন। সে উইকেটটি তুলে নিয়েছিলেন বাম-হাতি স্পিনার তাইজুল।

ঢাকায় ফিরে সফরকারীদের প্রথম ইনিংসে ১২ বল খেলেও রানের খাতা তুলতে পারেননি। তাইজুলের বলেই বোল্ড হতে হয়েছিল।