• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেষদিনে ৮ উইকেট চাই টাইগারদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৫২

মিরাজের মতো বলতে গেলে, বাংলাদেশের জিততে হলে আটটা বলই যথেষ্ট। বাকি আছে আজকের দিন। সমান সুযোগ জিম্বাবুয়ের সামনেও। ঘটে যেতে পারে যে কোনও কিছুই।

স্বাগতিক দল এক ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে আগেই। সফরকারীরা এই ম্যাচ জিতে ২-০ বা ড্র করে ১-০ তে সিরিজ জিততে চাইবে এটাই স্বাভাবিক।

সফরকারীদের দিতে হবে ধৈর্যের কঠিন পরীক্ষা। স্বাগতিক বোলারদের সামনেও একই রাস্তা।

শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। আগের দিন বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে শেষ সেশনে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে।

এদিন ৭৬ রান তুলতে হারায় দুই উইকেট। আজকের দিনে যে ব্যাটিং করতে খুব ভুগতে হবে সেটা ভালোই জানা জিম্বাবুয়ের। সুযোগটা নিতে চায় বাংলাদেশ।

চতুর্থ দিন বিকেলেও দাপট ছিল স্বাগতিক স্পিনারদের। দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে ২৫ রানে মেহেদী মিরাজ আর ব্রায়ান চারিকে ৪৩ রানে ফেরান তাইজুল ইসলাম।

এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh