• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুমিনুল-মিরাজের কাছে কৃতজ্ঞ মুশফিক

মেহেদী হাসান, মিরপুর থেকে

  ১২ নভেম্বর ২০১৮, ১৮:০৫

শুধু দেশের হয়ে না, আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে দুইবার দ্বিশতক, আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট কিপার হিসেবে সর্বোচ্চ দুইবার দ্বিশতকের রেকর্ড গড়েছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। মিরপুরের মাঠেও দেশের হয়ে প্রথম দ্বিশতক হাঁকানো ব্যাটসম্যান।

মুশফিকুর রহিমের কাছে এই অর্জনগুলো নিঃসন্দেহে অনন্য। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথমবারের মতো মাইলফলক ছুঁয়েছিলেন দু’শ রানের। এরপর তামিম ইকবাল আর সাকিব আল হাসানও খেলেছিলেন দু’শ রানের ইনিংস।

৩১ বছর বয়সী এই তারকা বললেন, ‘আমি মনে করি বাংলাদেশ দলের টপ অর্ডারে যে ব্যাটসম্যানরা আছে তাদের সবাই সামর্থ্য রাখে দ্বিশতক হাঁকানোর। সাকিব, তামিম করেছে আগেই। ভবিষ্যতেও আরও আসবে। আমি মনে করি মুমিনুলের জন্য এটা অনেক সহজ।’

দুইদিন মিলে মোট পাঁচটা সেশন ব্যাট করা লেগেছে ২১৯ রান করতে। সেটিও আবার মিরপুরের মাঠে।
মুশফিক বলছেন, ‘এটাও আমার একটা অর্জন। এই মাঠে বল কখন বাউন্স করে আবার কখন স্লো হয়ে যায় তা বলা মুশকিল। আল্লাহর রহমতে আমি নিজেকে ধৈর্য্য ধরতে পেরেছি এবং পেরেছি। অন্য মাঠে দেখবেন আগে থেকে কিছুটা আঁচ পাওয়া যায় কোন বলটা করছে বোলার। কিন্তু এখানে সেটা বলা মুশকিল। আমি কনসার্নট্রেশন (মনোনিবেশ) ঠিক রাখতে পেরেছি, এটাও একটা সাধনা বলতে পারেন।’