• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চালকের আসনে থেকে দ্বিতীয় দিন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ নভেম্বর ২০১৮, ১০:২১

ঢাকা টেস্টের প্রথম দিনে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি শত রানের ইনিংস দেখেছে বাংলাদেশ। যদিও দিনের শুরুটা হয়েছিল দুই ওপেনারের দ্রুত বিদায়ে। এই দুইয়ের বিদায়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম আর মুমিনুল হক।

দু’জনই পেয়েছেন শতক। দ্বিশতকের খুব কাছে গিয়েও মুমিনুলের বিদায় কিছুটা মন খারাপ হলেও স্বস্তিতে দিন শেষ করেছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের ই বাংলায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে টাইগাররা।

মুমিনুল তার টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন। মুমিনুল ফিরে গেলেও মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থেকে শেষ করে আসেন প্রথম দিন।

গতকাল প্রথম দিন যেভাবে উইকেট দিয়ে শুরু করেছিল বাংলাদেশ তাতে দ্বিতীয় দিনের সকালটাও ভয় ধরাতে পারে যে কাউকে। তবে উইকেটে যখন দেশের সেরা দুই ব্যাটসম্যান আছে তাতে কিছুটা স্বস্তিও জাগাতে পারে বাংলাদেশ শিবিরে।

এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh