• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ নভেম্বর ২০১৮, ১৫:৩৮

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেই হোঁচট খায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ৩৬ রানে তিন উইকেট চলে যাওয়ায় চাপে থাকা দলের হাল ধরেন মুমিনুল হক আর মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল চা বিরতিতে যাবার আগেই তুলে নেন নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে টাইগারদের মিডল অর্ডারের ভরসা মুশফিক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

আজ রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

দিনের শুরুর দিকে ১৬ বলে রান খাতা না খুলেই মাঠ ছাড়তে হয় ইমরুল কায়েসকে। ৩৬ বলে মাত্র ৯ রান করে ফেরেন লিটন দাস। অভিষেক ম্যাচে ৪ বলে কোনো রান না করেই আউট হন মোহাম্মদ মিঠুন।

সফরকারী বোলারদের মধ্যে দুটি উইকেট তুলে নেন কাইল জার্ভিস। একটি উইকেট আদায় করেছেন ডোনাল্ড ট্রিপিয়ানো।

বিপাকে পড়া বাংলাদেশ দলকে বড় স্কোর গড়ে দেয়ার লক্ষ্যে বর্তমানে ব্যাট করছেন মুমিনুল-মুশফিক। দলের বর্তমান সংগ্রহ ৭৬ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২৫৯ রান। এই দুই ব্যাটসম্যানের জুটি দাঁড়িয়েছে ২৩৩ রানে।

২১৬ বল খেলে মুমিনুলের সংগ্রহ ১৩৭ রান। অন্যদিকে ১৮৮ বল খেলে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক করেছেন ১০১ রান।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্র্যান্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্র্যান্ডন মাভুতা, ডোনাল্ড ট্রিপানো, কাইল জারভিস, তেন্দাই চাতারা।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয়দের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh