• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শুরুতেই চাপে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৮, ১০:৩৭

জয়ের লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই চাপে পড়েছে।

এরই মধ্যে বিদায় নিয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিঠুন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২৮ রান করেছে বাংলাদেশ।

সপ্তম ওভারে কাইল জারভিসের বলে উইকেটরক্ষক চাকাভাকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ইমরুল কায়েস।

লেগ-মিডলে থাকা বলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি লিটন। ফ্লিক শট খেললে বল সোজা চলে যায় মিড উইকেটে ব্র্যান্ডন মাভুটার হাতে।

আগের দুই ব্যাটসম্যানদের দেখানো পথে হাটলেন মোহাম্মদ মিথুনও। বাজে এক শটে টেস্টে অভিষেকে শূন্য রানে ফেরেন তিনি। পেসার ডোনাল্ড টিরিপানোর অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ব্রেন্ডন টেইলরের হাতে। বর্তমানে ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম।

এর আগে টস জিতে ব্যাটিং নেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শের ই বাংলায় এই ম্যাচটি শুরু হয় সকাল সাড়ে নয়টায়।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ফাস্ট বোলার খালেদ আহমেদ। এছাড়া দলে ফিরেছে মোস্তাফিজুর রহমান।

এর আগে সিলেট টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্র্যান্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্র্যান্ডন মাভুতা, ডোনাল্ড ট্রিপানো, কাইল জারভিস, তেন্দাই চাতারা।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh