• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হার দিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন হেরাথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ নভেম্বর ২০১৮, ১৮:১৫

ইংল্যান্ডের কাছে ম্যাচের চতুর্থ দিনে ২১১ রানের হারে বিষাদ মন নিয়ে সাদা জার্সিটা তুলে রাখতে হলো বা-হাতি স্পিনার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিকে।

মূলত তৃতীয় দিনেই ম্যাচের ফলাফল ইংল্যান্ডের দিকে হেলে যায়। শ্রীলঙ্কাকে জিততে হলে ৪৬২ রানের রেকর্ড তাড়া করতে হতো স্বাগতিকদের। টেস্টে এর আগে এত রান তাড়া করে জেতার নজির একটিও নেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৪১৮ রানের জয় টেস্ট ক্রিকেটের এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়।

৪৬২ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করে বিনা উইকেটে ১৫ রান নিয়ে। চতুর্থ দিনে প্রথম উইকেট জুটিতে ৫০ রান তুলে কিছুটা আশার সঞ্চার করেন দুই ওপেনার করুণারত্নে ও কুশাল সিলভা।

দলীয় ৫১ রানে কুশাল সিলভার (৩০) আউটের মধ্য দিয়ে শুরু হয় বিপত্তি। তার ৮ রান পরেই আউট হন আরেক ওপেনার করুণারত্নে (২৬)।

এরপর এঞ্জেলো ম্যাথুস (৫৩) ও কুশাল মেন্ডিস (৪৫) কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। ২৫০ রানে অল আউট হয়ে ২১১ রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ইংলিশ স্পিনার মঈন আলী। ৩ টি উইকেট শিকার করেন অভিষিক্ত অফ স্পিনার অ্যাডাম লিছ।

এর আগে সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৪২ রানের জবাবে ২০৩ রানে অল আউট হয় হাতুরাসিংহের শিষ্যরা।

প্রথম ইনিংসের ১৩৯ রানের লিড সহ দ্বিতীয় ইনিংসে আরও ৩২২ রান যোগ করে ৪৬২ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেয় থ্রি লায়ন্সরা। নিজের অভিষেক টেস্টে উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে রেকর্ড শতক হাঁকিয়ে ম্যাচ সেরা হন সফরকারী দলের উইকেট রক্ষক বেন ফোকস।

৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর থেকে ক্যান্ডিতে। সেই টেস্টে শ্রীলঙ্কা দলের একমাত্র নব্বই দশকের প্রতিনিধি রঙ্গনা হেরাথকে ছাড়াই নামতে হবে।

এস/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh