• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ নভেম্বর ২০১৮, ১৩:০২

প্রথমে মেসি এর পর কুতিনহো। দলের এই দুই সেরা খেলোয়াড়ের অনুপস্থিতি সমর্থকদের বার্সেলোনা সমর্থকদের মলিন করে দিতে যথেষ্ট।

ইনজুরিতে পড়ে আগামী তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। হ্যাম স্ট্রিং ইনজুরির জন্য দেশ ও ক্লাবের হয়ে এই সময়ে খেলতে পারবেন না বলে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পুরো ম্যাচেই মাঠে কাটান কুতিনহো। ম্যাচে তার অ্যাসিস্ট থেকে গোলও করেন বার্সায় অভিষিক্ত ম্যালকম।

এই ম্যাচে চোট পেলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলেন ম্যাচের শেষ পর্যন্ত। ম্যাচ শেষে স্ক্যান করার পর ধরা পড়ে চোট পেয়েছেন বেশ ।

কুতিনহোর চোট নিয়ে বার্সেলোনা তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী আমরা নিশ্চিত হয়েছি, কুতিনহোর বাঁ পায়ে চিড় ধরা পড়েছে। এর জন্য তাকে আগামী ২-৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে।

যার ফলে নভেম্বর মাসে নিজের দেশ কিংবা ক্লাবের হয়ে আর কোনও ম্যাচ খেলা হচ্ছে না এই ব্রাজিলীয় মিডফিল্ডারের।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh