• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৪-৬-৬-১-৬-৬-৬ সঙ্গে দুইটা নো বল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ নভেম্বর ২০১৮, ১৮:১৫

নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যানের হাতে তৈরি হলো বিশ্বরেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ওভারে উঠল ৪৩ রান। ইতিহাস রচনা করলেন নর্দান ডিস্ট্রিক্টসের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। ঘরোয়া ওয়ান-ডে ক্রিকেটে তারা খেলতে নেমেছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে।

এক ওভারে ৪৩ রান করার কাজটা তাদের সহজ করে দিয়েছিল দু’টো নো বল। আট বল খেলে এই রান তুললেন কার্টার ও হ্যাম্পটন। দক্ষিণ আফ্রিকায় জন্মানো পেসার উইলেম লুডিক নিজের স্পেলের শেষ ওভার বল করতে এসেছিলেন। প্রথম বলেই চার হজম করতে হয় তাকে। এর পরের দুটি বলই তিনি ‘নো’ করলেন। জবাবে পেলেন জোড়া ওভার বাউন্ডারি। এরপর একটি এক রান নেয়া হয় তার বলে। এরপর শেষ তিন বলে ছয়ের হ্যাটট্রিক।

কার্টার এই ৬৬ বলে ১০২ রান করলেন। হ্যাম্পটন করলেন ৬৬ বলে ৯৫। দুই জনের ব্যাটে ভর করে নর্দান ডিস্ট্রিক্টস নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৩ তোলে।

জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ডিন ফক্সক্রফট অপরাজিত ১২০ করেও ম্যাচটা বাঁচাতে পারেননি। ২৫ রানে হারতে হয় তাদের।