• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৬, ১৯:৩৮

শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির শিরোপা জিতলো বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এ শিরোপা ঘরে তুললো লাল-সবুজের দল।

এর আগে ২০০৮ সালে সিংগাপুর ও ২০১২ সালে থাইল্যান্ডে এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে ফাইনাল খেলার ২২ মিনিটে ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়। ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। ৬৭ মিনিটে তৃতীয় গোল করেন মিডফিল্ডার কামরুজ্জামান রানা। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে জিমি-চয়নরা।

প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হবার সুবাদে মহাদেশের শীর্ষ হকি আসর এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh