• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দুর্দান্ত জয়ে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ নভেম্বর ২০১৬, ১৫:৫৪

সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ১ দিন আগেই জিতলো অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে অজিরা। এ নিয়ে টানা ৫ টেস্ট হারের পর জয়ের স্বাদ পেলো তারা।

অ্যাডিলেড ওভালে দিবা-রাত্রী ম্যাচের ৪র্থ দিনে দক্ষিণ আফ্রিকার দেয়া ১২৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্টিভেন স্মিথের দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। দলীয় ৬৪ রানে ব্যক্তিগত ৪৭ করে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর কোনো রান যোগ করার আগেই ফিরে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা। দলীয় ১২৫ রানে অধিনায়ক স্মিথ ব্যক্তিগত ৪০ করে আউট হলেও পিটার হ্যান্ডসকমকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাট রেনশো। ম্যাচে অভিষিক্ত রেনশো অপরাজিত থাকেন ৩৪ রানে।

ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা আর সিরিজসেরা দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার।

শেষ টেস্টে হেরে গেলেও সিরিজ আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তাই ২-১-এ সিরিজ শিরোপা উঠলো প্রোটিয়াদের হাতেই।

এর আগে শ্রীলঙ্কার সঙ্গে ৩ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh