• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তাইজুলের ১১ উইকেট, বাংলাদেশের সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৮, ১৫:২১

প্রথম ইনিংসে ৬ উইকেটের পর এবার দ্বিতীয় ইনিংসেও দ্যুতি ছড়িয়েছেন তাইজুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আজ সোমবার ৫ উইকেটে তুলে নিয়েছেন বাম-হাতি এই স্পিনার। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ৬৫.৪ ওভার খেলে ১৮১ রানে গুটিয়ে গেছে। এতে ৩২০ রানের লিড পায় সফরকারীরা। অন্যদিকে বাংলাদেশের জন্য ম্যাচটি নিজেদের করে নিতে করতে হবে ৩২১ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

তাইজুল ছাড়াও বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট শিকার করেন নাজমুল ইসলাম অপু।

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন হ্যামিল্টন মাসাকাদজা। এছাড়া সিকান্দার রাজা ২৫ ও ব্র্যান্ডন টেইলর ২৪ রান করেন। শেন উইলিয়ামস ও রেগিস চাকাভা তুলে নেন ২০ রান করে।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে দল। প্রথম ইনিংসে ২৮২ রানে অল আউট হয় মাসাকাদজা-টেইলররা।

অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
X
Fresh