• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কষ্টের জয় ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ নভেম্বর ২০১৮, ২৩:১৬

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ফিল্ডিং নেয়ার ব্যাপারে বলেছেন, লক্ষ্য তাড়া করেই জিততে চায় ভারত।

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে ভারতীয় বোলাররা। দলীয় ১৬ রানের মাথায় ভাঙে দুই ওপেনার শাই হোপ আর দীনেশ রামদিনের জুটি। ব্যক্তিগত ২ রানের মাথায় রামদিনকে বিদায় করেন উমেশ যাদব।

এরপর আশাহত হোপও। রান আউট হয়ে ফিরলেন ১৪ রান করে। এরপর বাকিরা হতাশ করেছে উইন্ডিজ ক্রিকেটের সমর্থকদের। শেষদিকে অভিষিক্ত ফাবিয়ান এলেনের ২০ বলে ২৭ রানে ৮ উইকেটে দলীর সংগ্রহ দাঁড়ায় ১০৯ রান।

কুলদীপ যাদব নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন উমেশ যাদব, খলিল আহমেদ, জাসপ্রিত বুমরাহ আর ক্রুনাল পান্ডিয়া।

উইন্ডিজের দেয়া মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়েও হাঁসফাঁস অবস্থা ভারতের লম্বা ব্যাটিং লাইনে।

দুই ওপেনার করেন ৯ রান। রোহিত শর্মার ৬ আর শিখর ধাওয়ানের ৩ রান। লোকেশ রাহুলের ১৬ রানে বিদায়ের পরেই রিষাব প্যান্টও বিদায় নেন ১ রান করে।

এরপর মনিষ পান্ডে দীনেশ কার্তিকের জুটি এগোচ্ছিল ঠিকঠাক। কিন্তু বিপত্তি বাঁধায় খেরি পিরে। মনিষকে ১৯ রানের মাথায় ফেরান এই স্পিনার।

এরপর কার্তিক আর ক্রুনাল পান্ডিয়া মিলে জুটি গড়ে জয় তুলে নেয় ৫ উইকেটের। কার্তিকের ব্যাটে আসে ৩৪ বলে ৩১ আর ক্রুনাল করেন ৯ বলে ২১ রান।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক দল।

চার ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেয়ায় ম্যাচ সেরার পুরষ্কার উঠে কুলদীপ যাদবের হাতে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh