• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শেষ হয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৮, ২২:২৩

বিশ্বকাপ যদি হয় জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় আসর তবে চ্যাম্পিয়নস লিগ হলো ক্লাব ফুটবলের সেই বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের কাছে চ্যাম্পিয়নস লিগ অন্য এক আকর্ষণের নাম।

বিশ্বের সকল বড় বড় ক্লাবের অংশগ্রহণের এই আয়োজনের হয়তো ইতি ঘটতে যাচ্ছে আগামী ৩ বছরের মধ্যে। ২০২১ সালেই চ্যাম্পিয়নস লিগের পরিবর্তে আয়োজন হতে পারে ইউরোপিয়ান সুপার লিগ এমনটাই জানিয়েছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট 'ফুটবল লিকস'।

এই পরিকল্পনা করেন যুক্তরাষ্ট্রের চার্লি স্টিলিটানো। এই স্টিলিটানোই যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাবগুলোর সঙ্গে ইউরোপের বিভিন্ন ক্লাবের প্রীতি ম্যাচের আয়োজন করেন।

মূলত ইউরোপের বড় ক্লাব গুলো আরও বড় এবং অর্থবান হওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত হবে অপেক্ষাকৃত ছোট ক্লাবগুলো।