• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৮, ২১:২৬

প্রথম দিনে ৯১ ওভার ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। দিনের আলো শেষে কৃত্রিম আলোও জ্বলেছে খানিকক্ষণ। স্বপ্নও সত্যি হলো সিলেটের মানুষের। নিজেদের শহরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করা হয়েছে আগেই। ওয়ানডেরও অভিষেক হবে ক’দিন পর।

তার আগে টেস্ট ক্রিকেটও দেখা হয়ে গেল সিলেটবাসীর। উচ্ছ্বাসের কমতি নেই ক্রিকেট সমর্থকদের কাছে। এই উচ্ছ্বাসটা আরও বেড়ে যায় যখন সিলেটেরই কেউ দেশের হয়ে মাঠে নামে।

আবু যায়েদ রাহী একমাত্র পেস বোলার এই টেস্টে। দলে আছেন আরও একজন সিলেটের সন্তান। পেসার সৈয়দ খালেদ আহমেদ। তাকে নিয়েও উচ্ছ্বাসার কমতি ছিল না সিলেটের মানুষের কাছে। কিন্তু শেষ মুহূর্তে জায়গা হয়নি মূল একাদশে।

এক পেসার নিয়েই প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। এখন একটা প্রশ্ন আপনার থাকতেই পারে, যে দলে কোর্টনি ওয়ালশের মতো বোলিং কোচ আছে সেখানে একাদিক পেসার কেন নয়?