• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

শিরোপার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ নভেম্বর ২০১৮, ১১:৫৩

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আজ শনিবার পৌনে তিনটায় নেপালের রাজধানী কাঠমান্ডুর নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।

গেল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ভারতকে পরাজিত করে বাংলাদেশের কিশোররা। এদিন দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয় ফলাফল। ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় ভারতীয়রা। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।

টাইব্রেকারে ভারতীয়দের দুটি শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান। এতে ফাইনালে পৌঁছে যায় মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা শিষ্যরা।

গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ গোলে এবং স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh