• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লঙ্কান বোলিং কোচ জয়সা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ নভেম্বর ২০১৮, ১৫:৫৮

শ্রীলঙ্কার বোলিং কোচ নুয়ান জয়সাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি লঙ্কানদের সাবেক এই পেসারের বিপক্ষে ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছে।

৪০ বছর বয়সী জয়সার বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ম্যাচকে তিনি অন্য পথে ঘোরানোর চেষ্টা করেছিলেন। নির্ধারিত করার চেষ্টা করেছিলেন ম্যাচের ফল। অন্যায়ভাবে প্রভাব খাটিয়েছেন ম্যাচের ফলের ওপর। এর বাইরে আর কোনও তথ্য দেয়নি আইসিসি। ম্যাচটি দিন, ক্ষণ বা প্রতিপক্ষ নিয়ে বিস্তারিত জানানো হয়নি এখনও।

আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, এই অভিযোগের আপিল করতে জয়সার কাছে ১ নভেম্বর থেকে ১৪ দিন সময় রয়েছে।

জয়সা দ্বিতীয় শ্রীলঙ্কার ক্রিকেটার যার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন শাখা (আকসু) অভিযোগ আনল। অক্টোবরের শুরুতে দেশটির ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। লঙ্কান বোর্ডের প্রধান নির্বাচকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যাচ গড়াপেটায় সাহায্য করেছিলেন।