• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হারে শুরু মেয়েদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৬, ১৯:৫৩

হার দিয়ে টি-২০ এশিয়া কাপের মিশন শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হেরেছে রুমানা আহমেদের দল।

ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১১৮ রান করে ভারত। দলের পক্ষে অপরাজিত থেকে সর্বোচ্চ ৪৯ রান করেন মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা করেন ৪১।

বাংলাদেশের পক্ষে খাদিজা ২টি, জাহানারা ও রিতু নেন ১টি করে উইকেট।

১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন শায়লা শারমিন ও সালমা খাতুন করেন ১৭ রান। এছাড়া ৬ রানের বেশি তুলতে পারেননি কোনো ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারতের হয়ে পুনম যাদব ৩টি এবং গোস্বামি ও পাতিল নেন ২টি করে উইকেট। এছাড়া বিশ্ট ও জোশি নেন ১টি করে উইকেট।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh