• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসির সম্মানে লা লিগায় ‘দ্য মেসি ট্রফি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৮, ১৪:৩৪

লিওনেল মেসির নামে একটি বিশেষ পুরস্কার চালু করতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। ইউরোপিয়ান দেশটির সর্বোচ্চ লিগের কিংবদন্তি তিন খেলোয়াড় তেলমো জাররা, রাফায়েল ‘পিচিচি’ মোরেনো এবং রিকার্ডো জামোরার নামে পুরস্কার দিয়ে আসছে। এবার আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানিয়ে তার নামে একটি পুরস্কার দিবে লা লিগা কর্তৃপক্ষ।

স্প্যানিশ লিগের প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস জানিয়েছেন, লা লিগা কর্তৃপক্ষ ‘দ্য লিওনেল মেসি ট্রফি’ প্রদান করার পরিকল্পনা নিয়েছে। মৌসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়কে এটি দেয়া হবে।

গণম্যাধ্যমকে তেবাস বলেছেন, আমি এটা নিয়ে ভেবেছি। আমার মনে হয় ইতিহাসের সেরা খেলোয়াড় হবেন মেসিই। তিনি এখনই অদম্য। তিনি সব সময়ই সবার ওপরে থাকেন। কখনওই হারতে চান না।

লা লিগার প্রেসিডেন্ট আরও বলেন, মৌসুমের সবচেয়ে সেরা ফুটবলারকে মেসির নামে ট্রফি দেয়া হবে। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না।