• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আশরাফুলের দলে বিপিএল মাতাবেন যারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৮, ১৯:২০
২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়ের্সের হয়ে বিপিএলে সেঞ্চুুুরি করেন মোহাম্মদ আশরাফুল।

পাঁচ বছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন মোহাম্মদ আশরাফুল। চলতি বছরের আগস্টে নিষেধাজ্ঞা শেষ হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই তারকার। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালের জুনে বিপিএলের এন্টি-করাপশন ট্রাইবুন্যাল আশরাফুলকে ৮ বছরের নিষেধাজ্ঞা ও ১০ লাখ টাকা জরিমানা করে। একই বছরের সেপ্টেম্বরে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৫ বছরে নিয়ে আসে। তিন আসর পর বিপিএলের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

রোববার নিলামে তাকে দলে ভেড়ায় চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহিমকে আইকন করে এবারের দল তৈরি করে চিটাগং।

আশরাফুল-মুশফিক ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও সদ্য টেস্ট দলে সুযোগ পাওয়া খালেদ আহমেদকে দলে নিয়েছে বন্দর নগরীর দলটি।

এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে নিউজিল্যান্ডের লুক রনকি, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে আগেই রেখে দিয়েছিল দলটি।

এদিন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, শ্রীলঙ্কার দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিংক, ক্যামেরন দেলপোর্টকে নতুন করে ভাইকিংসদের দলে ডাক পেয়েছেন।

চিটাগং ভাইকিংস

দেশি ক্রিকেটার

মুশফিকুর রহিম (আইকন), মোহাম্মদ আশরাফুল, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ হাসান, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম।

বিদেশি ক্রিকেটার

লুক রঞ্চি (নিউজিল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রবি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ক্যামেরন দেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)।

আরও পড়ুন :

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh