• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডি মারিয়ায় মান বাঁচলো পিএসজির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৮, ১৩:০৯

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নাপোলির মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গ্রুপ-সি’র ম্যাচে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে হার এড়াতে সক্ষম হয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে বুধবার দুইবার পিছিয়ে থেকেও কোনও রকমে ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে টমাস টুখেলের শিষ্যরা৷ শেষ মুহূর্তে ডি মারিয়ার অনবদ্য গোলে মান বাঁচে পিএসজির। ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি৷

২৯তম মিনিটে লরেঞ্জো ইনসিগনের গোলে ম্যাচে এগিয়ে যায় নাপোলি৷ প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইতালিয়ান ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে মারিও রুইয়ের আত্মঘাতী গোল সমতায় ফেরায় স্বাগতিকদের৷

ম্যাচের ৭৭তম মিনিটে ডারিইস মের্টেন্স আবারও নাপোলিকে গোল এনে দেয়। তবে ম্যাচের একেবারে শেষ সময় (৯০+৩ মিনিট) আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে গোল করেন৷

এই ম্যাচের পর ইউরোপ সেরার লড়াইয়ে গ্রুপ-সি’তে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পিএসজি। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে লিভারপুল। আর ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রেড স্টার বেলগ্রেড। সবগুলো দলই সমান তিনটি করে ম্যাচে খেলেছে।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh