• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সাফল্য ধরে রাখলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

  ২৫ অক্টোবর ২০১৮, ০৯:০২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যুতে বুধবার রাতে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে মেসি-বিহীন বার্সেলোনা।

‘বি’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধে রাফিনিয়ার গোলে দল এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা।
ম্যাচের ১৮তম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সা। তবে ক্লেমোঁ লংলের হেড পা দিয়ে ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। কিন্তু ৩২তম মিনিটে গোল পেয়ে যায় স্বাগতিকরা। লুইস সুয়ারেসের থেকে পাওয়া বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।

৭০তম মিনিটে পরপর দুটি সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। তবে ৮৩তম মিনিটে আলবার ব্যবধান দ্বিগুণ করা গোলে জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।

তিন ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা ৯ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালির ক্লাব ইন্টার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
X
Fresh