• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১৩ তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারি ক্লাবে বিরাট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ অক্টোবর ২০১৮, ১৭:১০

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই পর্যন্ত ১৩ জন ব্যাটসম্যান ১০ হাজার রানের এলিট প্যানেলে পৌঁছেছেন। তাদের মধ্যে সবচেয়ে কম সময়, ম্যাচ ও ইনিংসে এই মাইলস্টোনে নিজের নাম লেখালেন বিরাট কোহলি।

বিশাখাপত্তনমে আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ড গড়েন ভারত অধিনায়ক। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

এদিন ৯ হাজার ৯১৯ রান নিয়ে খেলতে নামা বিরাট ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মালিক হয়ে যান। এত বড় কীর্তি গড়েও আহামরি উদযাপন করেননি ডান-হাতি এই ব্যাটসম্যান। কোনো শব্দ ছাড়াই বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটকে আরও অনেক কিছুই দেয়া বাকি আছে।

১০ হাজার রানের এলিট প্যানেলে পৌঁছাতে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৫৯ ইনিংস (২৬৬ ম্যাচ)। বিরাট এই ম্যাচের আগে পর্যন্ত খেলেছেন ২০৪ ইনিংস। ক্যারিয়ারের ২০৫তম ইনিংসেই (২১৩ ম্যাচ) পৌঁছে গেলেন সেরাদের তালিকায়।

দ্রুততম ১০ হাজার রানের তালিকায় থাকা অন্যরা হলেন, সৌরভ গাঙ্গুলী (ভারত) ২৬৩ ইনিংস (২৭২ ম্যাচ), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৬৬ ইনিংস (২৭২ ম্যাচ), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ২৭২ ইনিংস (২৮৬ ম্যাচ), এমএস ধোনি (ভারত) ২৭৩ ইনিংস (৩২০ ম্যাচ), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ২৭৮ ইনিংস (২৮৭ ম্যাচ), রাহুল দ্রাবিড় (ভারত) ২৮৭ ইনিংস (৩০৯ ম্যাচ), তিলকনারত্নে দিলশান (শ্রীলঙ্কা) ২৯৩ ইনিংস (৩১৯ ম্যাচ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ২৯৬ ইনিংস (৩১৫ ম্যাচ), ইনজামাম-উল-হক (পাকিস্তান) ২৯৯ ইনিংস (৩২২ ম্যাচ), সনাৎ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) ৩২৮ ইনিংস (৩৩৭ ম্যাচ), মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) ৩৩৩ ইনিংস (৩৫৫ ম্যাচ)।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
X
Fresh