• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিরাটের ৬০তম সেঞ্চুরির দিনে ভারতের বড় জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৮, ২১:৩১

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩২৩ রানের বড় লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েও হারতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। গুয়াহাটিতে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ৪২.১ ওভারেই জয় নিশ্চিত করে নেয় রবি শাস্ত্রীর শিষ্যরা।

আজ রোববার ভারত অধিনায়ক বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম সেঞ্চুরিটি তুলে নিয়েছেন। যা টেস্ট ও ওয়ানডে মিলে ৬০তম সেঞ্চুরি। সাদা পোশাকে আরও ২৪টি সেঞ্চুরি রয়েছে বিরাটের। এদিন মাত্র ১০৭ বলে ১৪৪ রানের ঝড়ো ইনিংস খেলার পর ডান হাতি এই ব্যাটসম্যান মাঠ ছাড়েন। তার আগে ২১টি চার ও দুুটি ছক্কা হাঁকান টিম ইন্ডিয়ার দলপতি।

অন্যদিকে ১১৭ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার রোহিত শর্মা। ১৫টি চার ও আটটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

এই দুই ব্যাটসম্যান ছাড়াও ৬ বলে চার রান করেছেন শিখর ধাওয়ান। আর ২৬ বলে ২২ রান করে অপরাজিত ছিলে আম্বতি রাইডু।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে বড় লক্ষ্য দেন শিমরন হেতমিয়ার। ভারতের পক্ষে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ৪০ রান দিয়ে নিলেন ৩টি উইকেট।

আরও পড়ুন :

ওয়াই/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh