• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হ্যারি কেন আমাকে চমকে দিতে পারবেন না: র‍্যামোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৮, ১১:২৫

উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এস্তোদিও বেনিতো ভিয়া মারিনে বাংলাদেশ সময় রাত পৌনে একটা নামবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

লিগ ‘এ’ গ্রুপ ফোরের হাইভোল্টেজ এই ম্যাচটির আগে স্পেনের অধিনায়ক সার্জিও র‍্যামোস কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

স্প্যানিশ ডিফেন্ডারের সামনে প্রশ্ন রাখা হয়, ইংলিশ ফুটবলারদের মধ্যে কে কে লা লিগায় ভালো করতে পারবে?

জবাবে র‍্যামোস বলেন, হ্যারি কেন শারীরিকভাবে একজন চমৎকার স্ট্রাইকার। টেকনিক্যালিও তিনি এগিয়ে।

ইংলিশ অধিনায়ককে ডেঞ্জারম্যান উল্লেখ করে রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, সে যেকোনো ডিফেন্ডারকে চমকে দিতে পারে। তবে আমাকে নয়, কারণ তার জন্য তৈরি বিশেষ পরিকল্পনা রয়েছে।

র‍্যামোস বলেন, ইংল্যান্ড দলে বেশ কয়েকজন চমৎকার খেলোয়াড় রয়েছে। ইংলিশরা যেকোনো সময় ভয়ঙ্কর হতে পারে। তবে আমরা তাদের ভিডিও দেখে আলাদা কাজ করেছি।

ইউরোপিয়ান জাতীয় দলগুলোর এই টুর্নামেন্টে লিগ ‘এ’ গ্রুপ ফোরে স্পেন-ইংল্যান্ড ছাড়াও রয়েছে ক্রোয়েশিয়া।

দু্ই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে স্প্যানিশরা। অন্যদিকে এক ড্র ও এক হারে সমান ১ পয়েন্ট পেয়েছে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। তবে গোল হজমের ব্যবধান অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে ক্রোয়েটরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh