• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে খেলার প্রত্যাশা জামাল ভূঁইয়ার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৮, ২০:৫০

ঘরের মাঠে সাফ ফুটবলের ফাইনালে না খেলতে পারার হতাশা কাটিয়ে উঠার আগেই আরেকটা সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে খেলে সেই হতাশা দূর করতেই চাইবে বাংলাদেশ। এই প্রত্যাশা নিয়ে আগামীকাল ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল।

আগামীকাল বুধবার বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ মঙ্গলবার বাংলাদেশ দলনেতা জামাল ভুঁইয়া কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তুলে ধরেন নিজেদের প্রত্যাশার কথা।

‘আগামীকালকের ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ ফিলিস্তিন আমাদের চেয়ে এগিয়ে আছে ঠিকই তবে এটা আমাদের মাঠ। আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের চেষ্টা করবো।’

ভালো খেলার জন্য ভালো মাঠও চাই তবে কক্সবাজারের এই মাঠে খেলা কতটা উপযোগী এ নিয়েও আছে প্রশ্ন।

জামাল ভূঁইয়া বলেন, আমরা প্রায়ই এমন মাঠে খেলে থাকি। আশা করি আমাদের খুব একটা সমস্যা হবে না। এর ভেতর যদি বৃষ্টি হয় তবে সুবিধাটা আমাদেরই। কেন না এই আবহাওয়ায় আমাদের বিপক্ষ দল খেলতে অভ্যস্ত না।

সব মিলে বাংলাদেশ দল চাপ হীন একটা ম্যাচ খেলার অপেক্ষায়। নিজেদের আন্ডারডগ মেনে ভালো খেলে ফাইনালে উঠার প্রত্যাশা জামাল ভূঁইয়ার।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh