• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এক নজরে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৮, ১১:০১

চলতি বছরের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ‘ফ্রান্স ফুটবল’। ১৯৫৬ সাল থেকে বিশ্বের বর্ষসেরা ফুটবলারকে এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্সের ম্যাগাজিনটি৷ পুরস্কার প্রাপককে বেছে নেয় সাংবাদিকদের একটি প্যানেল৷

সোমবার রাতে ঘোষিত এ তালিকায় আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ লা লিগার দল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের আটজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন ৩০ জনের তালিকায়।

গেলো দুই বছরসহ মোট পাঁচবার এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো৷ অন্যদিকে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে সর্বাধিক পাঁচবার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব রয়েছেন একমাত্র রোনালদোরই৷

২০১৮ সালে ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা রিয়াল মিডফিল্ডার লুকা মদ্রিচও রয়েছেন তালিকাটিতে। রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলারও হয়েছিলেন ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক। তালিকায় রয়েছেন
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পিএসজির ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপেও।

তালিকাটা পরে নেমে আসবে তিনজনে। আগামী ৩ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে এই সম্মানটি।

ব্যালন ডি’অর ২০১৮: মনোনীত ফুটবলাররা

ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস/রিয়াল মাদ্রিদ/পর্তুগাল), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি/ আর্জেন্টিনা), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ/ওয়েলস), আলিসন বেকার (রোমা/লিভারপুল/ব্রাজিল), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), এডিনসন কাভানি (পিএসজি/উরুগুয়ে), থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), রবের্তো ফিরমিনো (লিভারপুল/ব্রাজিল), দিয়েগো গডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ/উরুগুয়ে), আঁতোয়া গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স), এইডেন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম), ইসকো (রিয়াল মাদ্রিদ/স্পেন), হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড), এনগোলো কন্তে (চেলসি/ফ্রান্স), হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার/ফ্রান্স), মারিও মানজুকিচ (জুভেন্টাস/ক্রোয়েশিয়া), সাদিও মানে (লিভারপুল/সেনেগাল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল), কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), নেইমার (পিএসজি/ব্রাজিল), জান ওবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্লোভেনিয়া), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড/ফ্রান্স), ইভান রাকিটিচ (বার্সেলোনা/ক্রোয়েশিয়া), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন), মোহাম্মদ সালাহ (লিভারপুল/মিশর), লুইস সুয়ারেজ (বার্সেলোনা/উরুগুয়ে), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh