• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বড়দের প্রতিশোধ তুলতে পারবে কি বাংলাদেশের মেয়েরা?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ অক্টোবর ২০১৮, ২১:৪৭

চলতি বছর সাফ চ্যাম্পিয়নশিপ বসেছিল ঢাকায়। ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটান ও পাকিস্তানকে হারালেও শেষ ম্যাচে ২-০ গোলে নেপালের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলকে। এতে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলকে। সাফ অনূর্ধ্ব-১৮ নারীদের চ্যাম্পিয়নশিপের প্রথম আসর বসেছে ভুটানে। টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ফাইনালে পৌঁছেছে। শিরোপার লড়াইয়ে রোববার গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের সামনে রয়েছে সেই নেপাল। যদিও এটি অনূর্ধ্ব-১৮ নারী দল। তবু দেখার বিষয় এবার বড়দের পক্ষে ছোটরা সেই প্রতিশোধ তুলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারবে কি না।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে ম্যাচটি। শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সানজিদা-স্বপ্নারা। অন্যদিকে প্রথম সেমিতে নেপালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে টাইব্রেকারে হার দেখে ভারত।

দক্ষিণ এশিয়ার মেয়েদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট ‘বি’ গ্রুপেই ছিল দুই ফাইনালিস্টরা।গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে হারিয়েছিল নেপাল।পরের ম্যাচে পাকিস্তানকে ১৭-গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh