• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক, কাকাকে ছুঁলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৮, ১৫:০২

উয়েফা চ্যাম্পিয়নস লিগে জ্বলে উঠলেন নেইমার। প্যারিস সেন্ট জামের্ইর (পিএসজি) জার্সিতে বেলগ্রেডের রেড স্টারের বিপক্ষে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত এই তারকা। বুধবার সার্বিয়ার দলটির বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেঞ্চ সুপার জায়ান্টরা।

রেড স্টারকে নিয়ে ছেলেখেলা করে পিএসজির আক্রমণ ভাগ। ম্যাচের ২০, ২২ ও ৮১ মিনিটে গোল তিনটি করেন নেইমার। প্যারিসের দলটির হয়ে আরও গোল করেন এডিনসন কাভানি, অ্যাঞ্জেলো ডি মারিয়া ও কিলিয়ান এমবাপে।

এদিন হ্যাটট্রিক করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ব্রাজিলিয়ানদের মধ্যে ৩০ গোল নিয়ে সবার উপরে থাকা কাকার রেকর্ড ছুঁলেন নেইমার।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে সাত গোল করা নেইমারের চলতি মৌসুমে মোট গোল দাঁড়ালো মোট ১০টি।

গেলো মাসে গ্রুপের প্রথম ম্যাচে লিভারপুলের মাঠে ২-২ গোলে হেরেছিল টমাস টাচেলের দল। তবে এদিন বড় ব্যবধানে জিতলেও নেইমাররা এখনও পয়েন্ট তালিকায় তিন নম্বরেই আছে।

লিভারপুলকে ১-০তে হারিয়ে নাপোলি শীর্ষে (৪ পয়েন্ট)। আর তিন পয়েন্ট নিয়ে লিভারপুল, পিএসজি একই অবস্থায় থাকলেও, গোলপার্থক্যে তিন নম্বরে রয়েছে ফ্রান্সের দলটি।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh