• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ইউরোপ সেরার লড়াইয়ে অঘটনের রাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ অক্টোবর ২০১৮, ১৪:৪২

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অঘটনের রাত। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট দলগুলো হোঁচট খেলো। মঙ্গলবার রাতে পরপর তিনবারের চ্যাম্পিয়ন রিয়ালকে রুখে দিয়েছে সিএসকে মস্কো। ঘরের মাঠে রাশিয়ান ক্লাবটি ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়ার পর ইউরোপ সেরার লড়াইয়ে নেমে মাদ্রিদের দলটির সবচেয়ে অপ্রত্যাশিত হার এটি।

এদিকে ইংল্যান্ডের তারকাখচিত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পয়েন্ট নষ্ট করেছে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখও। বায়ার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আজাক্স আমস্টারডাম। তবে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে কষ্টার্জিত জয় পেল হফেনহিমের বিপক্ষে।

ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ২ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল সিএসকে শিবির। ম্যাচে ফেরতে চেষ্টার চালিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৭১ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণ পেয়েও রাশিয়ার সেরা দলটির দুর্গ ভাঙতে পারেনি সার্জিও রামোসের দল।

রিয়ালের হারে এই গ্রুপ থেকে নক আউটে ওঠার লড়াই জমে গেল। রিয়াল মাদ্রিদ, রোমাকে ছাপিয়ে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে সিএসকে মস্কো।
এদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। এতে কোচ হোসে মরিনহোর চাকরি হারানোর সম্ভাবনা আরও প্রবল হলো। আগামী ২৩ অক্টোবর, এই গ্রুপের পরবর্তী ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে জুভেন্টাসের বিপক্ষে নামবে পল পগবারা। সেই ম্যাচে আবার ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরছেন। তার ওপর আবার জুভিদের জার্সিতে ফর্মে থাকা পাউলো দিবালাও থাকছেন ওই ম্যাচে।

অন্যদিকে নেদারল্যান্ডসের ক্লাব আজাক্সের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে এগিয়ে গেলেও বায়ার্ন মিউনিখ সেই লিড ধরে রাখতে পারেনি। বায়ার্নের খেলায় সেই ঝাঁঝ মিলল না।

অন্যদিকে, গত ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে না পারলেও রোনালদোহীন জুভেন্টাস সহজেই ৩-০ গোলে জিতল ইয়ং বয়েজের বিপক্ষে। সিআর সেভেনের অনুপস্থিতিতে বাজিমাত করলেন দিবালা। হ্যাটট্রিক তুলে নিয়েছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh