• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

এত ছোট লক্ষ্য টপকাতেও পাঁচ উইকেট হারাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সেটিও আবার ঘরের মাঠে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে এখন দক্ষিণ আফ্রিকায়। আজ রোববার থেকে কিম্বার্লিতে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ।

টস জিতে স্বাগতিক দল ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়েকে। ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়লো সর্বনিম্ন রান।

ওপেনার সুলেমান মিরের শূন্য রানে বিদায়ের পর আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা খেলেন ৫২ বলে ২৫ রানের ইনিংস।

টপ-মিডল অর্ডারের ব্যর্থতায়ও শেষদিকে এল্টন চিগাম্বুরার ২৭ আর ওয়ালটন মাসাকাদজার ১৫ রানে কোনও মতে দলীয় রান দাঁড়ায় ৩৪.১ ওভারে ১১৭ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি নেন ৩ উইকেট। দুটি করে উইকেট তুলে নেন কাগিসো রাবাদা, আন্দিলে ফেলুকওয়ায়ো আর ইমরান তাহির।

শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে।

এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও জিম্বাবুয়ের বোলারদের সামনে হোঁচট খেতে হয় প্রোটিয়াদের।

টেন্ডাই চাতারার বলে প্রোটিয়াদের ওপেনিং জুটি ভাঙে মাত্র ১৩ রানে। এরপর রেজা হ্যান্ডরিক্সকে ৫ রানের বিদায় করেন হ্যামিল্টন মাসাকাদজা। আরেক ওপেনার এইডন মারক্রাম করেন ২৭ রান।

এরপর হেনরিচ ক্লাসেন করেন ৪৪ রান। মাস্কাদজা যখন হেনরিচকে ফেরান তখন ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।

শেষ পর্যন্ত ১১৭ রান টপকাতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয় ২৬.১ বল। হারাতে হয় পাঁচ উইকেট।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন টেন্ডাই চাতারা ও হ্যামিল্টন মাসাকাদজা। একটি উইকেট নেন ব্রেন্ডন মাভুতা।

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh