• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্তন ক্যানসারের সচেতনতায় গান গাইলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩

২০১৩ সালে ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ান পপ তারকা ক্রিসসি আমফলেট স্তন ক্যানসারের কারণে মারা যান। এক বছর পর ডিভিনাইলেন ব্যান্ডের এই গায়িকার স্মরণে শুরু হয় ‘আই টাচ মাই সেল্ফ’ প্রজেক্ট। অক্টোবর মাসজুড়ে বিশ্বব্যাপী পালন করা হয় স্তন ক্যানসার সচেতনতা মাস। আর এই উপলক্ষে টেনিস কুইন সেরেনা উইলিয়ামস একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। যাতে নগ্ন হয়ে গান গেয়েছেন নিজেই।

রোববার ‘আই টাচ মাই সেল্ফ’ এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গানটি নতুন করে গাওয়ার কারণ হচ্ছে সচেতনতা বৃদ্ধি। নারীরা যাতে নিয়মিত স্তনের পরীক্ষা করান, সেটাই লক্ষ্য কাজ চালিয়ে যাচ্ছে প্রজেক্টটি।

এ বিষয়ে নিজ ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকা লিখেছেন, নারীরা যাতে নিজেদের সম্পর্কে সতর্ক থাকেন, সেটা মনে করিয়ে দেয়াই ভিডিওটির উদ্দেশ্য।

ক্যারিয়ারের ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন এই টেনিস খেলোয়াড় বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে এর আগেও কাজ করেছেন।

ওয়াই/পি