• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাসায় ফিরলেও দ্বিতীয় দফা অস্ত্রোপচার লাগবে সাকিবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গত চারদিন রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আজ রোববার দুপুরে বাসায় ফিরেছেন সাকিব আল হাসান।

এশিয়া কাপ চলাকালীন সময়ে বাঁহাতের কনিষ্ঠার ব্যথা বেড়ে যাওয়ায় খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি। ওইদিন বিকেলেই দেশের উদ্দেশ্যে রওয়ানা করেন সংযুক্ত আরব আমিরাত থেকে।

এসেই ছুঁটে যান চিকিৎসকের কাছে। পরে সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে জানান, দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সেন্টিমিটার পুঁজ বের করতে হয়েছে। খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে।

এশিয়া কাপের মিশন শেষে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ সকালে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হাসপতালে সাকিবকে দেখতে যান।

এর পর আজ দুপুরে বাসায় ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। হাসপাতাল ছাড়ার আগে তার তত্বাবধানে ছিলেন ডা. এম আলী। তিনি জানান, আঙ্গুলে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করতে হবে। তার জন্য অপেক্ষায় থাকতে হবে আরও তিন সপ্তাহ। দ্বিতীয়-দফা অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ায় যেতে পারেন তিনি।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh