• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরাক ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬

আগামী মাসে সৌদি আরবের রিয়াদে ইরাক ও ব্রাজিলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবেসিলেস্তে কোচ আগেই জানিয়েছিলেন এ ম্যাচগুলোতেও অনুপস্থিত থাকবেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তাই মেসিকে বাদ দিয়েই ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন খণ্ডকালীন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার ৩১ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে টটেনহ্যামের ডিফেন্ডার হুয়ান ফইথ ও ইতালিয়ান ক্লাব উদিনেজের উইঙ্গার রদ্রিগো দে পল। এছাড়াও দলে ফিরেছেন সবশেষ ২০১৫ সালে দেশের হয়ে খেলা ওয়াটফোর্ড মিডফিল্ডার রবের্তো পেরেইরা।

অধিনায়ক মেসি গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষেও খেলেননি। রাশিয়া বিশ্বকাপে দল ও নিজের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে এক প্রকার অঘোষিত বিরতিতে আছেন মেসি। আক্রমণভাগের অন্য দুই তারকা গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও আগুয়েরোও দলে নেই।

আগামী ১১ অক্টোবর সৌদি আরবে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার পাঁচ দিন পর অর্থাৎ ১৬ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে লড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক:
সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), ওয়াল্টার কান্নেমান (গ্রেমিও), হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), আলান ফ্রাঙ্কো (ইন্ডেপেনদিয়েন্তে), ফাব্রিসিও বুস্তোস (ইন্ডেপেনদিয়েন্তে), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব)

মিডফিল্ডার: সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), রদ্রিগো দে পল (উদিনেজে), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্তিং লিসবন), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), মাক্সি মেসা (ইন্দেপেনদিয়েন্তে), এক্সেকুয়েল পালাসিওস (রিভার প্লেট)

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), গঞ্জালো মার্টিনেস (রিভার প্লেট), পাওলো দিবালা (জুভেন্টাস), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), অঞ্জেলো কোরেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্টিনা)

আরও পড়ুন :

এএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh