• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের সেরা পাঁচে মুশফিক-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৬

গতরাতে ২৮ এর মারপ্যাঁচ ভেঙ্গে সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে ভারত। আর ষষ্ঠবারের মতো বৈশ্বিক কোনও টুর্নামেন্টের ফাইনালে ওঠেও শিরোপা ভঙ্গের যন্ত্রণা পেতে হলো বাংলাদেশের। এর মধ্যে এশিয়া কাপের ফাইনালই তিনবার।

শুক্রবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে শেষ বলে গিয়ে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ।

তবে এদিন বাংলাদেশের পরাজয়ের চেয়ে বেশি আলোচিত ছিল বাংলাদেশের ইনিংসে লিটন দাসের আউট। তবে সবকিছু ছাড়িয়ে একটি কথাই বার বার সামনে উঠে এসেছে বাংলাদেশের ফাইনাল জুজু। যা থেকে এখনো বের হতে পারেনি। অথচ এশিয়া কাপ শুরুর আগে কেউ বাংলাদেশকে ফাইনালিস্ট হিসেবেও দেখেনি।

সংযুক্ত আরব আমিরাতে গতকালের ম্যাচ দিয়ে দীর্ঘ ১৩ দিনের মিলন মেলার অবসান ঘটে। এতকিছুর মাঝেও ব্যক্তিগত ভাবে অনেকেই উজ্জল ছিলেন ব্যাটে-বলে। এশিয়া কাপের সেরা ব্যাটসম্যানদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহমান। আর বোলিংয়ে স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমান। পাঠক আসুন এবারের এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটসম্যান ও সেরা পাঁচ বোলার সম্বন্ধে জেনে নিই।

এশিয়া কাপ-২০১৮ এর সেরা পাঁচ ব্যাটসম্যান
১.শিখর ধাওয়ান-৩৪২ রান (ভারত)
২.রোহিত শর্মা-৩১৭ রান (ভারত)
৩.মুশফিকুর রহিম-৩০২ রান (বাংলাদেশ)
৪.মোহাম্মদ শাহজাদ-২৬৮ রান (আফগানিস্তান)
৫.হাশমতউল্লাহ শহীদি-২৬৩ রান (আফগানিস্তান)

এশিয়া কাপ-২০১৮ এর সেরা পাঁচ বোলার
১. রশীদ খান-১০টি উইকেট (আফগানিস্তান)
২. মুস্তাফিজুর রহমান-১০টি উইকেট (বাংলাদেশ)
৩. কুলদীপ যাদব-১০টি উইকেট (ভারত)
৪. জ্যাসপ্রীত বুমরাহ-৮টি উইকেট (ভারত)
৫. রবীন্দ্র জাদেজা-৭টি উইকেট (ভারত)

আরও পড়ুন :

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh