• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১২

ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই দেশে ছেড়েছিল মাশরাফিরা। সেই লক্ষ্যটাই শেষ পর্যন্ত ধরা দিল বাংলাদেশ দলের কাছে। কাঙ্ক্ষিত ফাইনালে টাইগাররা আজ ভারতের মুখোমুখি।

এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। প্রথম দুইবারে একবার পাকিস্তান আর পরেরবার এই ভারতের কাছেই হারতে হয়।

আজও প্রতিপক্ষ সেই ভারত। কিন্তু ইতিহাস তো আর মাঠে খেলবে না। খেলতে হবে নতুন পরিকল্পনা নিয়ে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। গত ম্যাচে ওয়ান ডাউনে ব্যাট করা মুমিনুলকে বসিয়ে খেলানো হচ্ছে স্পিনার নাজমুল ইসলাম অপুকে।

বাংলাদেশ:

লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বতী রায়ডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুবেন্দর চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh