• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসিদের রুখে দিলো জিরোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৫

মৌসুমের প্রথম হোঁচটটা পেলো বার্সেলোনা। রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে ২-২ গোলে আটকে গেলো ব্লাউগ্রানারা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি মুখ থুবড়ে পড়তে পারত। ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টাইন মহাতারকার গোলে বার্সা এগিয়ে গিয়েছিল। ৩৫তম মিনিটে খেলা ফ্রেঞ্চ ডিফেন্ডার ক্লিমোন্ট লেঙ্গলেট লাল কার্ড দেখার পর দশ জনে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

বড় এই সুযোগ পেয়ে গোল শোধ করতে ঝাঁপিয়ে পড়ে সফরকারীরা। বিরতির ঠিক আগ মুহূর্তে জিরোনাকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান স্তুতি। হাফ টাইমে ১-১ গোল নিয়ে মেসিরা মাঠ ছাড়েন। ফিরে এসে ফের গোল হজম করতে হয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। ম্যাচের ৫১ মিনিটের মাথায় উরুগুয়ান ফরোয়ার্ড স্তুতি দ্বিতীয় গোল করে এগিয়ে যায় জিরোনা।

যদিও ম্যাচের ৬৩তম মিনিটে পিকের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর জয় পাওয়ার জন্য গোল করতে মেসিরা প্রায় আধঘণ্টা সুযোগ পেয়েছিলেন। কিন্তু না, একের পর আক্রমণ আটকে যায় জিরোনার মজবুত ডিফেন্সে। জিরোনা কাউন্টার অ্যাটাক থেকে গোল পাওয়ার মুখে চলে গিয়েছিল।