• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুস্তাফিজে বেঁচে রইলো ফাইনালের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪২

এই জয়ের ঠিক কি ব্যাখ্যা হতে পারে? শেষ ওভারে আফগানিস্তানকে জিততে হলে লাগে ৮ রান। বল হাতে মুস্তাফিজুর রহমান। স্ট্রাইকে রশিদ খান। প্রথম বলে নিলেন দুই রান। আবারও স্ট্রাইকে রশিদ। মুস্তাফিজ নিজের বলে নিজেই ক্যাচে পরিণত করলেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় নামকে। ৪ বলে দরকার ছয় রান। পরের বলে লেগ বাই ১ রান। পরের বলটি ডট। আবারও লেগ বাই ১ রান। শেষ বলে জিততে হলে লাগে একটা চার। কাটার মাস্টারখ্যাত সেখানে অতিমানবীয় কিছু করে দেখালেন ঠিকই। এই বলে আর কোনও রান নেই। জয়ের নায়ক বনে গেলেন নিমেষেই।

টানা দুই পরাজয়ে যখন খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ সেখানে এই জয়টা এবার স্বপ্ন দেখাচ্ছে এশিয়া কাপের ফাইনালে খেলার।

আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা ছিল বাঁচা-মরার ম্যাচ। এই ম্যাচটা হারলে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হয়ে দাঁড়াতো নিছক নিয়ম রক্ষার ম্যাচে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রবিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরুটা সুখকর করতে পারেনি টাইগারদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা।