• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব

২৭ গোল দিয়ে দ্বিতীয় রাউন্ডে মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে বাংলাদেশ। আজ রোববার ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

২০১৯ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারীদের চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর বসবে থাইল্যান্ডে। ওই টুর্নামেন্টে আগে থেকেই জায়গা করে নিয়েছে গেলো আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স-আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় স্থান অধিকারী জাপান। আয়োজক হিসেবে সুযোগ পাচ্ছে থাইল্যান্ড দল।

বাছাই পর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচগুলোর আয়োজক হয়েছিল বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।

বাছাই পর্বে ছয় গ্রুপ থেকে আরও চারটি দল নিয়ে মোট আটটি দল মূল রাউন্ড খেলবে। এর আগে গ্রুপ পর্বের লড়াইয়ে বাহারাইনকে ১০-০, লেবাননকে ৮-০ ও সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ৭-০ গোলে জয় পায় বাংলাদেশের মেয়েরা। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ চারটি ম্যাচে ২৭ গোল দিয়েছে। একটিতেও হারতে হয়নি। গ্রুপ রানার্স-আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ভিয়েতনাম।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh