• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৭ রানের গণ্ডি পেরুতে পারলেন না শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্তকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান।

অনেক জল্পনা-কল্পনার পর আবারও দলে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। কিন্তু তরুণ এই ওপেনার নিজের তৃতীয় ম্যাচে এসেও নিজেকে প্রমাণ করতে পারলেন না ব্যাট হাতে।

এশিয়া কাপেই শান্তর অভিষেক নিয়মিত ওপেনার তামিম ইকবাল চোটে পড়ায়। তামিমের পরিবর্তে শান্তর কাছে ভালো কিছুই আশা করেছিল টিম ম্যানেজমেন্ট আর বাংলাদেশ দলের সমর্থকরা।

শান্ত তার প্রতিদান দিতে পারলেন কই? আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭, ভারতের বিপক্ষে ৭ আর আজ আবারও আফগানদের বিপক্ষে ৬ রান করে বিদায় হলেন এই ওপেনার।

ওয়ানডাউনে নিয়মিত খেলে আসা সাকিব আল হাসানের জায়গায় আজ নামানো হয়েছিল মোহাম্মদ মিঠুনকে। তিনিও হতাশ করলেন দলকে। মাত্র ১ রান করে মুজিব উর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে এসেছে দুই পরিবর্তন।

মোসাদ্দেক হোসেনের পরিবর্তে ইমরুল কায়েস আর রুবেল হোসেনের পরিবর্তে অভিষেক হয়েছে নাজমুল অপুর।

আফগানদের বিপক্ষে এই ম্যাচটা বাঁচা-মরার ম্যাচে রুপ নিয়েছে বাংলাদেশের জন্য। হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে।

বাংলাদেশ

লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও নাজমুল অপু।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh