• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্পেনে ফিরেই লাল কার্ড, কেঁদে মাঠ ছাড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭

দীর্ঘ নয় বছর রিয়াল মাদ্রিদে কাঁটিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে ইতালিকে পাড়ি দেবার পর প্রথমবারের মতো ফিরেছিলেন স্পেনে। প্রতিপক্ষ লা লিগার দল ভ্যালেন্সিয়া। মাঠে থাকা দর্শকরা তাকিয়ে ছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোল দাতার (১১০) পায়ের জাদু দেখার। তবে ২৯তম মিনিটে সবাই অবাক। পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো লাল কার্ড পেলেন। অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়ালেন সর্বকালের অন্যতম সেরা এই তারকা। যদিও এদিন ২-০তে ম্যাচ জিতে নিয়েছে জুভিরা। বসনিয়ান মিডফিল্ডারের মিরালেম পিয়ানিচের দুটি পেনাল্টি শটে (৪৫ ও ৫১ মিনিট) জয় নিয়ে মাঠ ছেড়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

বুধবার মেসতাল্লা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার হয়ে খেলা কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিল্লো রোনালদোর কাছাকাছি থাকার সময় পড়ে যান। খালি চোখে দেখে মনে হয় পর্তুগিজ ফরোয়ার্ড তাকে ফেলে দেন। এরপর মুরিল্লোর চুলে হালকা ভাবে ধরেন সিআর সেভেন। আর তাই জন্য রেফারির কাছ থেকে সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সফলতম এই ফুটবলারকে।

এই ম্যাচে লাল কার্ড দেখার কারণে ইউরোপের সেরা হবার লড়াইয়ের আগামী তিন ম্যাচ থেকে ছিটকে পড়তে হতে পারে রোনালদোর। চ্যাম্পিয়নস লিগের নিয়মানুযায়ী আগামী ২ অক্টোবর ঘরের মাঠে ইয়ং বয়েজের বিপক্ষে পাওয়া যাবে না ৩৩ বছর বয়সী এই তারকাকে।

যদি শাস্তি বাড়ানো হয় সেক্ষেত্রে আগামী ২৩ অক্টোবর ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামতে পারবেন না। সেক্ষেত্রে ৭ নভেম্বর ইংলিশ জায়ান্টদের বিপক্ষে তুরিনে ফিরতি লেগের ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শাস্তি কমাতে আপিল করতে পারবে জুভেন্টাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
ড্রয়ে শেষ রিয়াল-সিটির লড়াই
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh