• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের আগে ইরাক ও মিশরকে পাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১১

আগামী মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবের রিয়াদে ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন একটি ম্যাচের আগে নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে আলবেসিলেস্তেরা।

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে মিশর ও ইরাকের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-ম্যারাডোনার দেশ। মিশরের বিপক্ষে ম্যাচটির তারিখ জানা না গেলেও ইরাকের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। মিশরের বিপক্ষে ম্যাচটির তারিখ শিগগিরই জানাবে বলে জানিয়েছে এএফএ। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ১১ অক্টোবরকে ধরে রাখা হয়েছে। সবগুলো ম্যাচই হবে সৌদি আরবের রিয়াদে।

ফিফার ফুটবল র‌্যাংকিংয়ে ইরাকের অবস্থান ৮৯তম। আর আর্জেন্টিনার বর্তমান অবস্থান ১১তম। রাশিয়া বিশ্বকাপে যাচ্ছে তাই পারফরম্যান্সের কারণে নক আউট পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। এরপরই আর্জেন্টিনা দলে পরিবর্তনের আভাস শোনা যায়। যার প্রতিফলন ঘটে শেষ দুটি প্রীতি ম্যাচে। কলম্বিয়া ও গুয়েতামালার বিপক্ষে অন্য এক আর্জেন্টিনাকে দেখে ফুটবল বিশ্ব।

যে দলে রাশিয়া বিশ্বকাপে খেলা অধিকাংশ খেলোয়াড়রাই ছিলেন না। নিজ থেকেই সরে যান বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তারপরও গুয়েতামালাকে ৩-০ গোলে পরাজিত করে এবং কলম্বিয়ার বিপক্ষে গোলশূণ্য ড্র করে নীল-সাদা জার্সিধারীরা।

এদিকে অক্টোবরের তিনটি ম্যাচ ঘিরে বেশি সময় পাচ্ছেন না দলের কোচ স্কালোনি। আগামী মাসেই মাঠে নেমে পড়তে হবে দলের সদস্যদের নিয়ে। এ উপলক্ষে আগামী ২১ সেপ্টেম্বর দল ঘোষণা করবেন তিনি। শোনা যাচ্ছে দলে ফিরতে পারেন লিওনেল মেসি, ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, নিকোলাস ওটামেন্ডি, এদুয়ার্দো সালভিও আর গ্যাব্রিয়েল মার্কাডো। তবে এবারও আগেরবারের মতো উপেক্ষিতই থাকবেন গঞ্জালো হিগুয়েইন।

ব্রাজিলের বিপক্ষে শেষ দু’বারের দেখায় একবার একবার করে জয় পেয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা।

আরও পড়ুন :

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
X
Fresh