• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইকার্দি-দিবালাদের নিয়েও পারলো না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ঢেলে সাজানো আর্জেন্টিনা প্রথম পরীক্ষায় পাড় পেয়ে গেলেও এবার ধরা খেয়েছে। চলতি সপ্তাহে গুয়েতামালার বিপক্ষে ৩-০ গোলে জেতা দলটি এবার কলম্বিয়ার বিপক্ষে ০-০ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

আজ বুধবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দু্ই দল।

প্রীতি ম্যাচটির প্রথম আধাঘণ্টা নিজেদের নিয়ন্ত্রণেই রাখে দুইবারের বিশ্বসেরা দলটি। ব্যর্থ হতে হয় মাউরো ইকার্দির মতো তারকাকে। প্রথমার্ধ শেষ হবার আগে আর্জেন্টাইনদের ওপর চড়াও হতে থাকে কলম্বিয়া। তবে কোনও দলই গোল না পাওয়ায় হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়।

বিরতির পর এক্সকুইয়েল প্যালাসিয়োসে বদলে মাঠে নামানো হয় জুভেন্টাস তারকা পাউলো দিবালাকে। এরপর বেশ কয়েকবার আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তেরা। যদিও নতুন আর্জেন্টিনার তুলনায় রাদেমাল ফ্যালকাওয়ের নেতৃত্বাধীন দলটি সব মিলিয়ে ভালো পারফর্ম করে। শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে সক্ষম হয়নি।