• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জীবনের শেষ ইনিংস খেলছেন অ্যালিস্টার কুক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৮

দীর্ঘ এক যুগের ক্যারিয়ারের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ড দলের ওপেনার অ্যালিস্টার কুক।

সফরকারী ভারতের বিপক্ষে ওভালে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। এর আগে সিরিজে চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কুকই সর্বোচ্চ রানের মালিক। ওভালে শেষ টেস্ট খেলতে নামার আগ পর্যন্ত ১৬০ ম্যাচে ৪৪.৮৮ গড়ে কুকের সংগ্রহ ১২ হাজার ২৫৪ রান। যার মধ্যে শতক আছে ৩২টি, অর্ধশতক আছে ৫৬টি। ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ রান ২৯৪।

শেষ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে খেলেন ১৯০ বলে ৭১ রানের ইনিংস। ক্যারিয়ারে যোগ হলো আরও একটি অর্ধশতকের ইনিংস।

ওভালে শেষ টেস্ট খেলতে নামার সময় এই ইংলিশ ওপেনারকে গার্ড অব অনার দেন ভারতীয় দলের খেলোয়াড়রা। এই সময় গ্যালারি ভর্তি দর্শকরাও তাকে দাঁড়িয়ে সম্মান জানায়।

এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন শেষ ওয়ানডে ম্যাচ।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
X
Fresh