• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়ছেন মাশরাফিরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮

এশিয়া কাপে অংশ নিতে আজ রোববার ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সন্ধ্যা সাড়ে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে রওনা দেবে টাইগার বাহিনী।

সম্প্রতি নতুন কোচ স্টিভ রোডসের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের বাইরে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এশিয়ার সেরা হওয়া ছাড়া আর অন্য কিছুই ভাবছে না ক্রিকেটাররা। যদিও প্রায় ২৩ বছর পর ইউএইতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। অর্থাৎ বর্তমান দলের প্রায় সবাই আমিরাতের মাটিতে প্রথমবারের মতো খেলবেন। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে অংশ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলেছেন।

দলের সেরা দুই তারকা সাকিব-তামিমের রয়েছে ইনজুরিজনিত সমস্যা। আঙুলের চোট নিয়েই এশিয়া কাপে অংশ নিচ্ছেন বিশ্বের সবচেয়ে সেরা এই অলরাউন্ডার। অন্যদিকে ড্যাশিং ওপেনার তামিমও কয়েকদিন আগে হাতে আঘাত পেয়েছেন।